রাম মন্দির উদ্বোধনের পর থেকে দর্শকদের ঢল। প্রতিদিনই কাতারে কাতারে দর্শনার্থী ভিড় জমাচ্ছেন রাম মন্দিরে। ২২ জানুয়ারি উদ্বোধনের পর থেকে প্রতিদিনই সেখানে রামলালার দর্শনে লক্ষাধিক মানুষের পা পড়ছে। শুধু সাধারণ দর্শনার্থীই নন, রাম মন্দির দর্শনে পাড়ি দিচ্ছেন দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যক্তিত্বরাও।কে নেই সেই তালিকায়! রামলালারা দর্শনে গিয়েছেন 'ওমুক' তারকা, এমন খবর প্রায়ই খবরের শিরোনামে। চলচ্চিত্র, সঙ্গীত, খেলা সব জগতের জনপ্রিয় ব্যক্তিত্বরাই রামলালার দর্শনে একবার হলেও ছুটছেন। সম্প্রতি অযোধ্য়ার রাম মন্দির পরিদর্শনে যান বিখ্য়াত ভজন গায়ক অনুপ জালোটা। শুধু তিনিই নয় তাঁরই সঙ্গে রাম মন্দির দর্শনে ভিড় জমিয়েছিলেন ৪৫ বিদেশীও। বহু দিন ধরেই রামলালার দর্শনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ দক্ষিণ আফ্রিকার, কেউ ইংল্যান্ড কেউ আবার থাইল্যান্ড সহ অন্যান্য দেশের বাসিন্দা।
রামলালার দর্শন পেয়ে উচ্ছ্বসিত গায়ক। পাশাপাশি রাম মন্দির তৈরিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সহ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি মোদী-যোগীর জুটিতে রাম লক্ষণের জুটি বলে আখ্যা দেন। অনুপের বিশ্বাস, এবার লোকসভা নির্বাচনে হাসতে হাসতে ৪০০ আসনের গণ্ডি পার করবে মোদী সরকার। দেশের পরিকাঠামোর ঢালাও প্রশংসা করেছেন। বলেন, 'দেশের পরিকাঠামোর উন্নতি হয়েছে। আর এতেই প্রমাণ হয় আগামী লোকসভা ভোটে মোদী সরকার ৪০০ আসনের গণ্ডি পার করবে সহজেই।'
অযোধ্যার প্রশংসা করতে গিয়ে তাজমহলের প্রসঙ্গও টানেন অনুপ জালোটা। তাঁর মতে, তাজমহলের জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে অযোধ্যার রাম মন্দির। অনুপের কথায়, 'আগে যাঁরাই ভারতে আসতেন পর্যটন কেন্দ্র হিসেব তাঁদের প্রথম পছন্দ ছিল আগ্রার তাজমহল। আর এখন মানুষ প্রথমেই অযোধ্যার রাম মন্দিরে আসতে চাইছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। তৃতীয় স্থানে রয়েছে তাজমহল।'
উল্লেখ্য, এপ্রিল মাসের ১৭ তারিখ রয়েছে রামনবমী। তার আগে সাজো সাজো রব অযোধ্যায়। প্রতিদিন এক থেকে দেড় লাখ ভক্তের সমাগম হতে শুরু করেছে অযোধ্যার রাম মন্দিরে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, যাঁরা রামমন্দিরে রামলালার দর্শন ও আরতিতে অংশ নিতে চান, তাঁদের জন্য রয়েছে কিছু গাইডলাইন। অযোধ্যার রাম মন্দির সকাল সাড়ে ছ'টায় খুলছে, আর তা রাত সাড়ে ন'টায় বন্ধ হচ্ছে। এই সময়ের মধ্যে ভক্তরা রামলালার দর্শনে মন্দিরে প্রবেশ করতে পারেন।