• S Jaishankar: 'যদি আপনার বাড়ির নাম পালটে দিই', অরুণাচল ইস্যুতে চিনকে কড়া জবাব এস জয়শংকরের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবিকে আরও একবার নস্যাৎ করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর। নাম পরিবর্তনে কোনও প্রভাব পড়বে না উত্তর পূর্বের এই রাজ্য আগেও ভারতের অংশ ছিল, আজও আছে এবং পরবর্তীকালেও থাকবে। অরুণাচল ইস্যুতে বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ‘আবিষ্কৃত নাম বাস্তবতা পরিবর্তন করবে না’। এই বিবৃতির মাধ্যমে অরুণাচল ইস্যুতে চিনের নিন্দায় সরব হয়েছে ভারত।সোমবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাউদার্ন গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কর্পোরেট সামিট ২০২৪ এ বক্তৃতা দেওয়ার সময় অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন ‘আজ যদি তোমার বাড়ির নাম পরিবর্তন করি, তাহলে কি সেটা আমার হয়ে যাবে? অরুণাচল প্রদেশ ভআরতের রাজ্য ছিল, আছে এবং থাকবে, নাম পরিবর্তনের কোনও প্রভাব পড়বে না।’ চিনের দাবিকে অবাস্তব বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে অরুণাচল যে ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ সেটাও স্পষ্ট করে দেন তিনি। ভারতেরউন্নয়ন মূলক কাজ থেকে অরুণাচল প্রদেশ বঞ্চিত হবে না বলেও সাফ জানান জয়শংকর।

    সম্প্রতি ফের অরুণাচলের উপর নিজেদের দাবি জানায় চিন। তারা অরুণাচলকে জাঙ্গান অর্থাৎ চিনের ভূখণ্ডের অন্তর্নিহিত অংশ হিসেবে অভিহিত করে চিনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তথাকথিত অরুণাচল প্রদেশ ভারত কর্তৃক অবৈধভাবে প্রতিষ্ঠিত। এর জবাবে ভারত চিনের এই দাবিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন যুক্তি বলে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, উত্তর পূর্বের এই রাজ্যটি আদপে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। বিদেশমন্ত্রকের তরফেও এক বিবৃতিতে চিনের দাবির নিন্দা করা হয়েছে।

    তবে এই প্রথম নয়, এর আগেও দু’বার অরুণাচল প্রদেশের নাম বদলেছে চিন। ২০১৭ সালে দলাই লামা অরুণাচল প্রদেশ সফরের পর সেই রাজ্যের ছ’টি জায়গার নাম বদলে ফেলে চিনা স্বরাষ্ট্র মন্ত্রনালয়। এরপর ২০২১ সালে ফের নতুন করে ১৫ টি জায়গার নাম বদলের কথা জানানো হয়। তবে প্রত্যেক বারই চিনের সব দাবি নস্যাৎ করে ভারত। এমনকি অরুণাচল ইস্যুতে চিনের এই মানসিকতার তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়ায় মর্কিন যুক্তরাষ্ট্র। এটা চিনের সম্পূর্ণ একপাক্ষিক প্রচেষ্টা। যে কোনও একপাক্ষিক প্রচেষ্টার প্রতি নিন্দা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • Link to this news (এই সময়)