Atishi Marlena Press Conference : 'বিজেপিতে যোগ না দিলে আমাদের ৪ জনকে জেলে ভরবে!' বিস্ফোরক অতিশি
এই সময় | ০২ এপ্রিল ২০২৪
অরবিন্দ কেজরিওয়াল তিহাড়ে জেলবন্দি হতেই বিস্ফোরক দাবি করলেন মন্ত্রী অতিশি। তাঁকে BJP-র তরফে যোগদান করার জন্য কার্যত হুমকি দেওয়া হয়েছে বলে দাবি কেজরির কিচেন ক্যাবিনেটের এই সদস্য। তেমনটা না হলে, অতিশিকে গ্রেফতারও করা হতে পারে বলে দাবি। ঠিক কী বলেছেন দিল্লির শিক্ষামন্ত্রী?চাঞ্চল্যকর দাবি অতিশিরআম আদমি পার্টির নেত্রী অতিশি মঙ্গলবার কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভারতীয় জনতা পার্টির তরফে তাঁকে দলে যোগদান করার প্রস্তাব দেওয়া হয়েছে। অতিশির কথায়, 'BJP আমায় দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, BJP-তে যোগ না দিলে আগামী একমাসের মধ্যে ED আমায় গ্রেফতার করবে। আমার ঘনিষ্ঠমহলে এই প্রস্তাব নিয়ে পৌঁছে গিয়েছে ওরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং BJP সরকার আম আদমি পার্টিকে ধ্বংস করে দিতে চাইছে।' এখানেই শেষ নয় অতিশির দাবি, 'ওরা আমায় গ্রেফতার করবে। সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চড্ডাকেও গ্রেফতার করা হবে। BJP ভেবেছিল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আম আদমি পার্টি ভেঙে পড়বে। কিন্তু, দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা ব়্যালি এবং অন্য দলগুলির আম আদমি পার্টির প্রতি সমর্থন দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে। ফলে ওরা ছক কষে আম নেতাদের জেলে ভরার চেষ্টা করছে। আমার বাড়ি এবং আত্মীয়দের বাড়িতে শীঘ্রই ইডি রেড হবে বলেও আশঙ্কা করছি। তারপর লোকসভা ভোটের আগেই আমরা চারজন গ্রেফতার হতে পারি।'
এরপরই হুংকার দিয়ে অতিশি বলেন, 'BJP-কে বলতে চাই আপ নেতারা এই ধরণের হুমকিতে ভয় পায় না। আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। ভগৎ সিংয়ের অনুগামী। আমরা মরে যাব তবু তোমাদের জালে ফাঁসব না। BJP-তে কখনও যোগ দেব না। আমাদের সকলকে গ্রেফতার করে নিন। সমস্ত বিধায়ককে জেলে ভরে গিন। কিন্তু, আমরা লড়াই থামাব না।'
BJP-র প্রতিত্রিয়াঅতিশির দাবি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে BJP-ও। দলের সম্পাদক হরিশ খুরানা বলেন, 'নতুন দিন, নতুন রোমাঞ্চকর কাহিনি। মিডিয়া সেনসেশন তৈরি করতে চাইছেন অতিশি। আপনাকে চ্যালেঞ্জ করছি। হয় নাম বলুন না হয় আপনার বিরুদ্ধে পুলিশি FIR দায়ের করব।'
জেলে বসেই দিল্লি শাসন! নজরে কেজরিওয়াল
এদিকে, আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে পাঠানো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ।