Sikkim Airport News: ৬ মাস বন্ধের পর ফের শুরু উড়ান পরিষেবা, কলকাতা থেকে ঘণ্টাখানেকেই সিকিম! ভাড়া কত?
এই সময় | ০২ এপ্রিল ২০২৪
সিকিমে বেড়ানো এবার আরও সহজ। ছ'মাসের বিরতির পর পাকিয়ং বিমানবন্দরে ফের শুরু হল পরিষেবা। ফলে পোয়াবারো পর্যটকদের। ৩১ মার্চ থেকে সেখানে আবার চালু হল বাণিজ্যিক বিমানের উড়ান।সপ্তাহে পাঁচবার কলকাতা টু সিকিমমূলত এই পাকিয়ং বিমানবন্দরটি ছিল মরশুমি। তবে এবার থেকে সিকিমের রাজধানী থেকে তা পুনরায় বিমান পরিষেবা চালু করল। যা কলকাতা এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ দুই শহরে উড়ান পরিষেবা দেবে। এবার থেকে পাকিয়ং বিমানবন্দর থেকে সপ্তাহে পাঁচবার করে উড়ান পরিষেবা মিলবে (সোমবার থেকে শুক্রবার)।
পরিষেবা শুরুর দিন অর্থাৎ গত ৩১ মার্ট দিল্লি-পাকিয়ং রুটের বিমানে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাকিয়ং বিমানবন্দরের ডিরেক্টর রাজেন্দ্র গ্রোভার সাদরে অভ্যর্থনা জানান প্রথম বিমানের যাত্রীদের। এয়ারপোর্টের অ্যারিভাল পয়েন্টে তাঁদের চা এবং নোনতা খাবার পরিবেশন করা হয়।
২০১ একর জমির উপর তৈরি এই পাকিয়ং বিমানবন্দরটি গ্যাংটক থেকে ৩১ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিমানবন্দরটি ৪ হাজার ৬৪৬ ফিট উচ্চতায় তৈরি। দেশের প্রথম পাঁচটি উচ্চতম বিমানবন্দরের মধ্যে অনায়াসেই ঠাঁই পেয়েছে সিকিমের এই এয়ারপোর্ট। শুধু তাই নয় পাকিয়ং বিমানবন্দরের মুকুটে জুড়েছে উত্তর পূর্ব ভারতের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্টের তকমাও। সিকিমের একমাত্র গ্রিনফিল্ড বিমানবন্দর এটি।
২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয় এই প্যাকিয়ং বিমানবন্দরের। এরপর ৪ অক্টোবর থেকে সেখানে বিমান পরিষেবা শুরু হয়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিকিমের এক প্রান্তে অবস্থিত এই প্যাকিয়ং বিমানবন্দরটির অন্দরসজ্জাও দেখবার মতো। তবে উড়ান চালু হওয়ার কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে পরিষেবা। বন্ধ হয়ে যায় যাত্রীবাহী বিমান চলাচল। খারাপ আবহাওয়ার কারণেই মূলত বন্ধ হয়ে যায় উড়ান। ফলে ছয় মাস পর ফের বিমান চালু হওয়ায় সিকিম বেড়ানো এখন আরও সহজ হল তা বলাই বাহুল্য। উচ্ছ্বসিত ভ্রমণপিপাসুরা। এবার চোখের পলকে আকাশপথে কলকাতা ও দিল্লি থেকে পাড়ি জমানো যাবে সিকিমে।
কলকাতা টু সিকিম বিমানের ভাড়া কত?কলকাতা থেকে সিকিমের প্যাকিয়ং বিমানবন্দর পর্যন্ত ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ান পরিষেবা শুরু করেছে। এর মধ্যে ইন্ডিগো এবং স্পাইসজেটের একপিঠের ভাড়া যথাক্রমে ৪ হাজার ৯১৮ টাকা, ৫ হাজার ৫১৭ টাকা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একপিঠের ভাড়া পড়বে ৪ হাজার ৯১৯ টাকা।