• 2024 Lok Sabha Election: ৬০ কোটি ব্যালট পেপার ছাপাতে ১৮০ টন কাগজ! কেমন ছিল প্রথম লোকসভা ভোট?
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনে দিনে ক্রমেই এগিয়ে আসছে ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। বর্তমানে ভোট গ্রহণে ব্য়বহার করা হয়ে ইভিএম মেশিন। এই প্রতিবেদনে জানুন দেশের প্রথম নির্বাচনে কিছু অজানা কথা। দেশের প্রথম নির্বাচনের সময় ছিল না EVM মেশিন। সেবার ভোট সংগ্রহ করা হয়েছিল ব্য়ালট বাক্সে। সাধারণ নির্বাচনের সময়, লোকসভার পাশাপাশি কিছু বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিলনির্বাচন কমিশন সেবার সিদ্ধান্ত নেয়, লোকসভা নির্বাচনে ব্যালট পেপারে জলপাই সবুজ রঙের একটি বিস্তৃত উল্লম্ব রেখা ছাপা হবে। বিধানসভা নির্বাচনের ব্যালট পেপারে একই লাইন ছাপা হয়েছিল চকলেট রঙে। ব্ল্যালটের সব কাগজগুলি ছাপানো হয়েছিল নাসিকের সিকিউরিটি প্রেস থেকে,যাতে নকশায় কোনও পার্থক্য না থাকে। ব্যালটের কাগজ হিসেবে জলছাপ সমন্বিত কাগজই ব্যবহার করা হয়েছিল। কোনো ব্যালট পেপারে প্রার্থীদের নাম ছাপা হয়নি। ব্যালট বাক্স প্রতিটি প্রার্থীর জন্য আলাদা রঙের রাখা হয়েছিল। বাক্সের উপরেই প্রার্থীর নাম ও নির্বাচনী প্রতীক বসানো ছিল।

    ৬০ কোটি ব্য়ালট পেপার ছাপানোরজন্য ১৮০ টন কাগজ ব্যবহার করা হয়েছিল

    প্রথম সাধারণ নির্বাচনে ৮৬টি এমন আসন ছিল যেখানে একজন সাংসদ জেনারেল ক্যাটাগরি থেকে হলে পরের জন ছিলেন সংরক্ষিত ক্য়াটাগরি থেকে। একটি আসন থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এসব আসনে প্রত্যেক ভোটার সাংসদদের সংখ্যা অনুযায়ী সমান সংখ্যক ভোট দিয়েছেন। প্রতিটি বিভাগের জন্য আলাদা ব্যালট পেপার ছিল। তাদের ক্রমিক নম্বর একই ছিল, তবে দ্বিতীয় আসন এবং তৃতীয় বিভাগের জন্য ব্যালট পেপারে A এবং B ছাপানো হয়েছিল। প্রথম নির্বাচনে ৬০ কোটি ব্যালট পেপার ছাপানোর জন্য ১৮০ টন কাগজ ব্যবহার করা হয়েছিল। এতে প্রায় ১০.৭৭ লাখ টাকা খরচ হয়েছে।

    তবে বেশ কয়েকটি জায়গায় গরমিল হয়েছিল এই ব্যালট পেপারের নকশার জন্য

    কিছু জায়গায় ব্যালট পেপারে গরমিল মিলেছিল। লোকসভা ও বিধানসভা নির্বাচনের বিভিন্ন ব্যালট পেপারে জলপাই সবুজ এবং চকোলেট রঙের রেখা অঙ্কিত ছিল। তবে পেপারের ব্যাকগ্রাউন্ড গোলাপি রঙের হওয়ার কারণে কিছু জায়গায়া ভোটকর্মীরা সেগুলির মধ্য়ে পার্থক্য করতে পারেননি। বিশেষ করে যেসব ভোটকেন্দ্রে আলোর ব্যবস্থা ছিল না সেখানে ভুলের সংখ্যাও ছিল। এই অবস্থায় ভোটারদের হাতে ব্যালট পেপার তুলে দেওয়ার সময় অদলবদল হয়ে যায়। এরকম প্রায় ১২১৬টি কেস রিপোর্ট করা হয়েছিল। এই ধরনের গোলযোগের পর নির্বাচন কমিশন পরবর্তী লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য ব্যালট পেপারের নকশা পরিবর্তন করে।
  • Link to this news (এই সময়)