‘বাঁচকে রেহনা রে বাবা,’ গান গেয়ে কীর্তিকে ঠেস দিলীপের
এই সময় | ০২ এপ্রিল ২০২৪
এই সময়, দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ-পরিচয় নিয়ে কটাক্ষের জন্য নির্বাচন কমিশন দিলীপ ঘোষকে চিঠি দিয়ে সতর্ক করেছে। ভাষা সংযত করার পরামর্শ দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের চিঠি প্রসঙ্গে সোমবার কাঁকসা ব্লকে প্রচারের ফাঁকে পদ্ম প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ‘ভাষা যাতে ঠিক হয় সেই কথা আমিও বলেছি। সবার সতর্ক থাকা উচিত যাতে টেম্পারেচার না বাড়ে। এখানকার তৃণমূল প্রার্থী (কীর্তি আজাদ) আমার বিরুদ্ধে যে সব কথা বলেছে তার জন্য আমিও নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। আমিও দেখব ইলেকশন কমিশন তাঁকে শো-কজ় করে কিনা। না হলে বুঝব এসব একতরফা হচ্ছে।’
তবে নির্বাচন কমিশন শুধু নয়, দলও শো-কজ় করেছিল দিলীপ ঘোষকে। তবে তিনি তাঁর মেজাজেই রয়েছেন। কীর্তি আজাদকে গানের সুরে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘কীর্তি আজাদ আমার সম্বন্ধে কত বাজে কথা বলছেন। আর দেখুন দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরে গিয়ে ঢুকতে হলো।’
এর পর গানের সুরে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘বাঁচকে রেহনা রে বাবা বাঁচকে রেহনা রে। তৃণমূলের থেকে বাঁচকে রেহনা কীর্তি আজাদ।’ পলাশডিহায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ বলেন, ‘কীর্তি আজাদকে ধাক্কা দিন, দলীয় কর্মীদের পেটান কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপি কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবেন দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। যদি মনে করো গুন্ডামি করে ভোট লুট করবে সেই সময় পার হয়ে গিয়েছে। আমি এখানে জিততে এসেছি। মনে রাখবেন আগামী পাঁচ বছর থাকব। সুদে-আসলে সব শোধ করে নেব।’
এদিকে, এদিন দুর্গাপুরের বিধাননগরে ক্লাব স্যান্টোসের মাঠে প্রাতর্ভ্রমণের সময়ে জলপাইগুড়ির ভয়াবহ ঝড়কে ‘বিজেপির ঝড়’ বলেন দিলীপ। তাঁর বক্তব্য, ‘ভোট উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে। উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়েছে। সেই ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।’
পরে অবশ্য বলেন, ‘এই সময়ে কালবৈশাখী হয়। উত্তরবঙ্গে এই ধরনের কালবৈশাখী প্রথম দেখলাম। দুর্যোগে আক্রান্ত মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। আমাদের দলের ছেলেরাও মানুষের পাশে দাঁড়িয়েছে।’