Lok Sabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর পাল্টা ‘মা লক্ষ্মীর বাহিনী’? সায়নীর প্রচারে ‘ভয়ঙ্কর’ নিদান TMC বিধায়কের!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ এপ্রিল ২০২৪
Lok Sabha Polls 2024-Central Force:
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম পর্বের শুরু হতে আর বেশিদিন বাকি নেই। রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার জমজমাট। এবার দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় কর্মীদের চাঙ্গা করতে ‘ভয়ঙ্কর’ নিদান তৃণমূল বিধায়কের। ডাকাবুকো এই বিধায়কের এমন নিদান ঘিরে তুলকালাম চর্চা ছড়িয়েছে। “আমাদের মা লক্ষ্মীর বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর (কেন্দ্রীয় বাহিনী) সামনে দাঁড়িয়ে যাবে। বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার তা হয়ে যাবে।” বারুপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সরদারের (Bivas Sarda