• Lok Sabha Polls 2024: এখনও দগদগে বীভৎস স্মৃতি! ব্ল্যাকবোর্ডে গুলির গর্ত মনে করাচ্ছে অসহনীয় ‘যন্ত্রণা’র কালো দিন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ এপ্রিল ২০২৪
  • Lok Sabha Election 2024:

    স্কুলের ব্ল্যাক বোর্ডে প্রায় দেড় ইঞ্চি ব্যাসের গর্ত। কেন ব্ল্যাক বোর্ডে এই অতি সামান্য গর্ত? তা শুনলে এখনও আঁতকে উঠতে হবে। এই ক্ষুদ্র গর্ত বয়ে বেড়াচ্ছে তিন বছর আগের মর্মান্তিক স্মৃতি। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলি চালনার ঘটনায় চারজন ভোটারের মৃত্যু হয়েছিল এই স্কুলের বুথের ভোটের লাইনেই। নিকটজনের মৃত্যু যন্ত্রণা এখনও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে পরিবারের সদস্যদের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)