Bhangar TMC Leader Arabul Islam Filed A ase Against Mamata Banerjee Led Police:
গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ভাঙড়ের ‘তাজা’ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। সেই থেকেই জেলবন্দি ভাঙড়ের আরাবুল ইসলাম। আরাবুলের গ্রেফতারিকে ভোটের আগে মমতা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি বলে প্রচার করছে জোড়া-ফুল শিবির। পুরোটাই যড়যন্ত্র বলে দাবি করেছিলেন ওই ‘দাপুটে’ তৃণমূল নেতা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন আরাবুল ইসলাম।