• Bail to AAP MP Sanjay Singh: বিরাট সুখবর আপের! আবগারি নীতি মামলায় সঞ্জয় সিংয়ের জামিন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ এপ্রিল ২০২৪
  • BJP conspiring to arrest 4 more leaders from AAP:

    আইনি দিক থেকে মঙ্গলবার বড় সুখবর পেল আপ। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপের নেতা সঞ্জয় সিংকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করেছিল। সঞ্জয় সিংকে তাঁর নর্থ এভিনিউয়ের বাড়িতে ১০ ঘণ্টা তল্লাশির পরে গত ৪ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। ইডি অভিযোগ করেছিল যে আবগারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সঞ্জয় সিং মুখ্য ভূমিকা পালন করেছিলেন। আর, সেই আবগারি নীতির মাধ্যমে নির্দিষ্ট কিছু মদ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরো বিক্রেতাদের সুবিধা পাইয়ে দিয়েছিল দিল্লি সরকার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)