২০১৯ বিশ্বকাপের চরম রুদ্ধশ্বাস ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন আম্পায়ার মরিস ইরাসমাস। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সেই ফাইনালে আম্পায়ারিং করেছিলেন কুমার ধর্মসেনা এবং মরিস ইরাসমাস। ইংল্যান্ডের রান চেজ করার সময় ৫০ তম ওভারে মার্টিন গাপটিলের থ্রো-য় ইরাসমাস এবং ধর্মসেনা পাঁচ রানের পরিবর্তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত নেন।