পতঞ্জলির ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের জন্য শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন যোগগুরু রামদেব। তবে রেয়াত মিলল না।মঙ্গলবার রামদেব এবং সহযোগী বালকৃষ্ণকে চরম ভর্ৎসনা করে বিচারপতিরা বলেন, ‘চরম অবাধ্য, সহ্যের সীমা অতিক্রম করেছেন আপনারা। গোটা দেশের কাছে ক্ষমা চান।’