• গাজা যুদ্ধের বলি ইজরায়েলের ৬০০ সেনা
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে প্রায় ছয় মাস ধরে হামলা চালাচ্ছে ইজরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের অভ্যন্তরে হামলা চালায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। এই যুদ্ধে এখনও পর্যন্ত ৬০০ ইজরায়েলি সেনা মারা গেছে বলে জানানো হয়েছে। তার মধ্যে ইজরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় মৃত সেনারাও রয়েছে। সোমবার ই‌জরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।আইডিএফ জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় অভিযানের সময় আরও এক ইজরায়েলি সেনা মারা গেছে। ২০ বছর বয়সী ওই সেনার নাম নাদাভ কোহেন। এই নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ৬০০ ইজরায়েলি সেনা মারা গেছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় প্রায় ১২০০ ইজরায়েলি মারা যান। প্রায় দুশো ইজরায়েলিকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইরায়েলি হামলায় প্রায় ৩৩ হাজার প্যালেস্তাইনি মারা গেছেন। আহত প্রায় ৮০ হাজার। 
  • Link to this news (আজকাল)