• স্বস্তি, সস্ত্রীক ইমরানের ১৪ বছরের কারাদণ্ড স্থগিত
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ তোশাখানা মামলায় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি। গত ৩১ জানুয়ারি সে দেশের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং বুশরার ১৪ বছরের জেলের সাজা দিয়েছিল। সোমবার সেই সাজা কার্যকরের উপর স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। প্রসঙ্গত, ১৪ বছরের জেলের পাশাপাশি পাক বিশেষ আদালতের নির্দেশ ছিল, ইমরান বা তাঁর স্ত্রী, কেউই আগামী ১০ বছরের জন্য কোনও সরকারি পদে বসতে পারবেন না। পাশাপাশি, পাকিস্তানি মুদ্রায় তাঁদের প্রায় ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়। এটা ঘটনা, পাক প্রধানমন্ত্রী থাকাকালীন গোপন তথ্য পাচারের অভিযোগে ৩০ জানুয়ারি পাকিস্তানের বিশেষ আদালত ইমরানকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। এর এক দিন পরেই আবার ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। বুশরা বিবিকেও একই মামলায় ১৪ বছরের জেলের সাজা শোনানো হয়েছিল। সেই সাজা কার্যকরের উপর সোমবার স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। 
  • Link to this news (আজকাল)