• ‌ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা ইজরায়েলের, মৃত অন্তত ১১ ...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে বিমান হামলা চালাল ইজরায়েল। মিসাইল হামলায় মারা গেছেন অন্তত ১১ জন। তার মধ্যে রয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজা জাহেদি, ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাদি হাজি রহিমি–সহ মোট সাত জন পদস্থ আধিকারিক। বাকিদের মধ্যে দু’জন সিরিয়া এবং এক জন লিবিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে সিরিয়ার ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবরি জানান, হামলায় তাঁদের পাঁচ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, সোমবার এফ–৩৫ যুদ্ধবিমান থেকে দূতাবাস লক্ষ্য করে পর পর ছ’টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা ইজরায়েলকে সতর্ক করে দিয়েছে। জানা গিয়েছে হামলার পরেই ভেঙে পড়ে দূতাবাসের সামনের অংশ। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করতে পৌঁছন সিরিয়ার আপৎকালীন বিভাগের কর্মীরা। যদিও এই হামলা প্রসঙ্গে ইজরায়েল এখনও মুখ খোলেনি। প্রসঙ্গত, ইরান–ইজরায়েল সংঘাত নতুন নয়। গাজাকে কেন্দ্র করে যা আরও তীব্র হয়েছে। 
  • Link to this news (আজকাল)