• ক্ষমা চাওয়ার পরও সুপ্রিম কোর্টের তোপের মুখে রামদেব
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে ক্ষমা চাওয়ার পরেও তীব্র সমালোচনার মুখে রামদেব এবং পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর বালাকৃষ্ণা। যেভাবে তাঁরা করোনাকালে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করেছিলেন তা নিয়ে এদিন দেশের শীর্ষ আদালতের তোপের মুখে পড়েন রামদেব। আদালত বলে, শুধু সুপ্রিম কোর্টেই নয়, দেশের সকল মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিচারপতিরা বলেন, আমরা এই ক্ষমা চাওয়াতে সন্তুষ্ট নই। এদিন আদালতে রামদেবের আইনজীবী জোড়হাতে ক্ষমা প্রার্থনা করেন। এদিন এই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকেও তুলোধুনো করে শীর্ষ আদালত। আদালত বলে, এই ধরণের একটি বিজ্ঞাপন দেখে সরকার কীভাবে চোখ বন্ধ করে ছিল ? এই মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল। সেদিনও রামদেব এবং বালাকৃষ্ণকে আদালতে উপস্থিত থাকবে বলা হয়েছে।   
  • Link to this news (আজকাল)