• তিহার জেলে কেমন রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল '
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত হয়েছে। তিহার জেলে রয়েছেন তিনি। তবে কেমন কাটছে সেখানে কেজরিওয়ালের জীবন ? জানা গিয়েছে তিহার জেরে কেজরিওয়ালকে সকালের খাবারে দেওয়া হয়েছে রুটি এবং চা। তিনি সকাল ৬ টা ৪০ মিনিটে নিজের সকালের খাওয়া সেরেছেন। ২১ মার্চ আপের প্রধানকে গ্রেপ্তার করেছে ইডি। তিহার জেলের ২ নং ঘরে তিনি রয়েছেন। সকালের দিকে কেজরিওয়াল ধ্যান করেন এরপর তিনি যোগ করেন। তাঁকে দুপুরের খাবার দেওয়া হবে ১২ টায়। এরপর দুপুর তিনটের মধ্যে তাঁকে নিজের ঘরে ফিরতে হবে। এরপর বিকেল সাড়ে পাঁচটায় দেওয়া হবে রাতের খাবার। এরপর সন্ধে ৭ টা পর্যন্ত তাঁকে ফের নিজের ঘরে থাকতে হবে। তবে সকাল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত তিনি জেলে টেলিভিশন দেখতে পারবেন। রাতে ভালভাবে ঘুমানোর জন্য কেজরিওয়ালের ঘরে মশারির ব্যবস্থা করা হয়েছে। যদিও এই ব্যবস্থা অন্য বন্দিদের ক্ষেত্রেও রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল আপের চতুর্থ নেতা যাকে তিহার জেলে পাঠানো হয়েছে। তাঁর আগে এই জেলে সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং এবং মনীষ সিসোদিয়াকে পাঠানো হয়েছে। প্রায় এক দশক আগে ২০১১ সালে কেজরিওয়াল এই জেলে সাতদিনের জন্য ছিলেন। তখন তিনি আন্না হাজারের সঙ্গে লোকপাল বিলের বিরোধীতা করেছিলেন। তবে এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি-র পাশাপাশি রয়েছে নিরাপত্তা রক্ষীরাও। জেল সূত্রে খবর, ডায়বেটিস থাকার জন্য আপের সুপ্রিমোকে সোমবার বিকেলে বাড়ি থেকে আনা খাবার এবং ওষুধ খেতে দেওয়া হয়েছে। জেলের দায়িত্বে থাকা অফিসার কেজরিওয়ালের সুগার পরীক্ষারও ব্যবস্থা রেখেছেন। কেজরিওয়ালের ঘরে একটি টেবিল এবং চেয়ার রাখা হয়েছে। যদিও তাঁর শোওয়ার স্থানটি অন্য বন্দিদের মতই রয়েছে।  
  • Link to this news (আজকাল)