• ‌ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, উত্তেজনা ধনিয়াখালিতে...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ধনিয়াখালিতে। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপশি ক্ষতিপূরণের দাবিতে চলে বিক্ষোভ। মৃতের নাম বনমালি ভান্ডারী (৫০)। বাড়ি দেধারা গ্রামে। ওই ব্যক্তি পেশায় মাছ বিক্রেতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে কাঁড়াখুলি গ্রামের কাছে। জানা গেছে, ধনিয়াখালির সোমসপুর গ্রাম পঞ্চায়েতের কাঁড়াখুলি গ্রামে মাটি কাটার কাজ চলছিল। একটি ট্রাক্টর মাটি নিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহী বনমালিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গ্রামবাসীদের অভিযোগ বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে। খবর পেয়ে ধনিয়াখালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ ও ঘাতক ট্রাক্টরটিকে আটকে রেখে পুলিশের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ট্রাক্টর চালক পলাতক। তাঁকে গ্রেপ্তারির পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)