• আজ আরও বাড়ল সোনার দাম, কলকাতায় কত?
    আজ তক | ০২ এপ্রিল ২০২৪
  • Gold Price Today in Kolkata: সোনার দাম বৃদ্ধি অব্যাহত মঙ্গলবারও। আরও বাড়ল পাকা সোনা ও হলমার্ক গয়না সোনার দাম। সোমবারের থেকে ৬৫০ টাকা দাম বাড়ল। দিন দুয়েকেই তা ৭০ হাজার ছোঁওয়ার সম্ভাবনা আছে। পয়লা বৈশাখ তারপর বিয়ের মরশুম। নতুন বছরের শুভ অনেক বাঙালিরাই সোনা কিনতে চান। তবে এবছর ভিড়ে ভাঁটা পড়তে পারে এমনটাই আশঙ্কা স্বর্ণ ব্যবসায়ীদের।

    ২ এপ্রিল ২০২৪, কলকাতায় সোনার দাম
    মঙ্গলবার কলকাতায় খুচরো পাকা সোনার দাম ১০ গ্রাম ৬৯, ৭৫০ টাকা। হলমার্ক সোনার গয়না ১০ গ্রামের দাম ৬৬,৩৫০ টাকা। পাকা সোনার বাট ৬৯,৪৫০ টাকা। কার্যত রেকর্ড হারে বাড়ছে হলুদ ধাতুর দাম। সোনা ক্রয়ের সময় এর সঙ্গে ধার্য হবে জিএসটি। কর নিয়ে সেই দামও বাড়তে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। 

    সোমবার শহর কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৫,৭০০ টাকা। ১০ গ্রাম  খুচরো পাকা সোনার দাম ৬৯,১০০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬৮, ৭৫০ টাকা ছিল। তা বেড়ে এবার ৭০ হাজারের মাত্রা ছুঁতে চলেছে। 

    কবে সোনারদাম কমবে তা জানা না গেলেও, চলতি বছরের মাঝামাঝি সময় খানিকটা কম হওয়ার সম্ভাবনা আছে।

    সোনা কেনার আগে অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের হলমার্ক চিহ্ন দেখেই ক্রয় করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, নিয়ম ও প্রবিধানের অধীনে কাজ করে।
     
  • Link to this news (আজ তক)