• ওয়াটগঞ্জে পরিত্যক্ত বাড়িতে মহিলার দেহাংশ উদ্ধার, খুনের পর দেহ লোপাটের চেষ্টা, অনুমান পুলিশের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • শহর কলকাতার বুকে টুকরো টুকরো করা তরুণীর দেহাংশ উদ্ধার। ঘটনাস্থল ওয়াটগঞ্জ থানার অর্ন্তগত সত্য ডাক্তার রোডে। কলকাতা বন্দর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই মহিলার দেহাংশ পাওয়ি গিয়েছে বলে জানা যাচ্ছ। বেশ কয়েকটি কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মহিলার দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকাজুড়ে।পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই দেহাংশগুলি। বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। স্থানীয় সূত্রে খবর, এলাকার কয়েকজন প্রথমে কালো প্লাস্টিকগুলি পড়ে থাকতে দেখেন। সেই প্লাস্টিকগুলি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় তাঁদের। এররপেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ওয়াটগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় প্লাস্টিকের প্যাকেটগুলি। ওই প্লাস্টিকের প্যাকেটগুলি থেকে তরুণীর দেহাংশ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা। দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে মৃতদেহ লোপাটের উদ্দেশে দেহাংশ আলাদা আলাদা করে কেটে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড। আশপাশের কোনও বাড়িতে সিসিটিভি রয়েছে আছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পৃথক তিনটি প্লাস্টিকের ব্যাগে দেহাংশগুলি পাওয়া গিয়েছে। তরুণীর পেটের অংশ এবং হাত এখনও পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তরুণীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

    ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। কোথা থেকে ওই দেহাংশগুলি, বা স্থানীয়রা কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, এটাও দেখা হচ্ছে যে, তরুণীকে ওই পরিত্যক্ত জায়গায় খুন করা হয়েছে, না কি অন্যত্র খুন করে ওয়াটগঞ্জের এই পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া হয়েছে?

    প্রসঙ্গত, ভরদুপুরে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। কী ভাবে ওই দেহাংশ ওই জায়গায় এল, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মনেও। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ওয়াটগঞ্জ থানার পুলিশ।
  • Link to this news (এই সময়)