• ফের প্রার্থী ঘোষণা কংগ্রেসের, তালিকায় স্থান পশ্চিমবঙ্গেরও
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • ফের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের। একসঙ্গে একগুচ্ছ রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস শিবির। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যের দার্জিলিং আসনে প্রার্থী ঘোষণা করল হাত শিবির। দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মুণিশ তামাং-এর নাম ঘোষণা করল কংগ্রেস। এছাড়া অন্ধ্রপ্রদেশ, বিহার ও ওড়িশার একগুচ্ছ আসনেও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এদিন।প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা আসনটি রয়েছেন বিজেপির দখলে। ২০০৯ সালে দার্জিলিং কেন্দ্রে জয়লাভ করেন বিজেপি প্রার্থী যশবন্ত সিং। ২০১৪ সালে ওই কেন্দ্রে জীয় হয় সুরিন্দর সিং আহলুয়ালিয়া। তারপর গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে বিজেপির টিকিটে জয়ী হন রাজু বিস্ত। এই নির্বাচনেও ফের একবাক রাজু বিস্তকেই ওই আসনে টিকিট দিয়েছে বিজেপি। পাশাপাশি গোপাল লামাকে দার্জিলিং থেকে দাঁড় করিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস।

    ২০১৯ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ৭ লাখ ৫০ হাজার ৬৭ ভোট পেয়ে জয়ী হন রাজু বিস্ত। ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই। সেই বছর কংগ্রেসের হয়ে লড়াইতে ছিলেন শংকর মালাকার। শংকরের ঝুলিতে ভোট আসে ৬৫ হাজার ১৮৬। সিপিএম প্রার্থী সমন পাঠন পান ৫০ হাজার ৫২৪ ভোট।

    এর আগে রাজ্যের ৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। সেই তালিকা অনুযায়ী মালদা উত্তর থেকে লড়ছেন মুস্তাক আলম, মালদা দক্ষিণ থেকে লড়াই করছেন ঈশা খান চৌধুরী। জঙ্গিপুর থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন মহম্মদ মুর্তাজা হোসেন। কলকাতা উত্তরে প্রার্থী করা হয় প্রদীপ ভট্টাচার্যকে। বহরমপুরে ফের একবার টিকিট পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। পুরুলিয়া টিকিটে দেওয়া হয় নেপাল মাহাতকে। বীরভূম থেকে লড়াই করছেন মিল্টন রশিদ। আর রায়গঞ্জ থেকে লড়ছেন ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া আলি ইমরান রামজ (ভিক্টর)।

    প্রসঙ্গত, এবারের নির্বাচনে বাম ও কংগ্রেসের গাঁটছড়া নিয়ে প্রথম থেকেই চলেছে দীর্ঘ আলোচনা। যদিও এখনও পর্যন্ত জোট নিয়ে অফিসিয়ালি কোনও দলের তরফেই কিছু বলা না হলেও আসন সমঝোতার বিষয়টি অবশ্য উঠে এসেছে। বামেরাও ইতিমধ্যেই বেশকিছু আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার আরও একটি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও।
  • Link to this news (এই সময়)