• Voter ID Card : ভোটার কার্ডের জন্য হতে পারে হাজতবাস! এই ভুল করছেন না তো? লোকসভা নির্বাচনের আগে জেনে নিন খুঁটিনাটি
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • ভোটার আইডি কার্ড ভারতের নাগরিকদের ভোটদান করার অধিকার দেয়। কিন্তু, একটি ভুলের কারণে এই ভোটার কার্ডই আপনাকে জেলে পাঠাতে পারে। ফলে বিশেষভাবে সতর্ক থাকা বাঞ্ছনীয়। জেনে নিন কী গাফিলতে করলে হাজতবাস হতে পারে...সবার আগে জেনে নেওয়া প্রয়োজন কী ভাবে ভোটার আইটডি কার্ডের স্টেটাস অনলাইনে চেক করা যায় এবং কী ভাবে তা স্যারেন্ডার করা যায়।

    কেন জেল হওয়ার সম্ভাবনা?ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যম্ত গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র। যা ভারতীয়দের ভোটদানে সহায়ক। তবে একই ব্যক্তির নামে দুই বা ততধিক ভোটার আইডি কার্ড থাকলে হাজতবাসও হতে পারে। ফলে অতি সতর্কতা অবলম্বন জরুরি। একের অধিক কেন্দ্র থেকে ভোটার লিস্টে নাম তোলা অপরাধ হিসেবে ধরা হয়।

    কী ভাবে একের অধিক ভোটার লিস্ট থেকে নাম কাটবেন?দুই বা তার বেশি কেন্দ্রের ভোটার তালিকায় ভুলবশত আপনার নাম থাকলে আজই তা কাটিয়ে ফেলুন। এর জন্য ফর্ম-৭ পূরণ করতে হবে। অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়াতেই ভোটাল লিস্ট থেকে নাম বাদ দেওয়া সম্ভব। প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য দিতে হবে। ফর্ম পূরণ করে জমা করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

    কী ভাবে ভোটার তালিকা অনলাইন ট্র্যাক করবেন?নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকা সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যায়। সেখানে নতুন ভোটার আইডি কার্ডের জন্যও আবেদন করা যাবে। কেবলমাত্র আবেদন করার পর সময়মতো অনলাইনে স্টেটাস চেক করতে হবে। ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে কিংবা নতুন কার্ডের আবেদন করা নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মিলবে সুরাহা। সেখানেই সমস্যার অভিযোগ দায়ের করতে পারবেন আবেদনকারী। লোকসভা ভোটের আগে সেই বিষয়গুলি নজরে রাখা আবশ্যক বলেই জানাচ্ছে কমিশন।

    ভোটার কার্ড থাকলেই লোকসভায় ভোটদান সম্ভব নয়লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য একমাত্র গ্যারান্টি ভোটার কার্ড নয়। ভোটার কার্ড থাকলেই যে ভোটদান করা যাবে, তেমনটাও নয়। গত ২২ জানুয়ারি লোকসভার জন্য ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে আপনার নাম না থাকলে কী করবেন? ভোটদান করার জন্য আপনার নাম লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। https://electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে ক্লিক করে ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে দেখা যাবে। এ ছাড়া BLRO অফিসে গিয়েও ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা জানা যাবে।
  • Link to this news (এই সময়)