• Narendra Modi: 'চুন চুন কে সাফ কর দো', রাহুলের 'আগুন' মন্তব্যে পাল্টা মোদী
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • 'এবার নির্বাচনে বিজেপি জিতলে সংবিধান বদলাবে। দেশে আগুন জ্বলবে। 'ম্যাচ ফিক্সিং'-এর অভিযোগ তুলে সম্প্রতি শাসকদলকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এবার সেই অস্ত্রেই রাহুলকে পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রাহুলকে বিরোধী শিবিরেরা রাজকুমার বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের রুদ্রাপুরে এক জনসভায় রাহুলে বক্তব্যের রেশ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধী পক্ষের রাজকুমার সম্প্রতি বলেছেন যদি বিজেপি এবার ক্ষমতায় আসে দেশে আগুন জ্বলবে। ওঁরা ৬০ বছর ক্ষমতায় থেকেছে। আর এখন মাত্র ১০ বছর ক্ষমতায় না থেকেই ওরা বলছে দেশে আগুন বলছে।'

    ভোটের আগে গণতান্ত্রিক দেশে এই ধরনের ভাষা ব্যবহারের ব্যবহার করা যায় কি সেই বিষয়ে জণগণের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নমো। নিদান এই ধরনের ভাষা যাঁরা প্রয়োগ করেন জনগণেরও উচিত তাঁদের যোগ্য জবাব দেওয়া। বলেন, 'যদি আপনার মনে করেছেন এই ধরনের ভাষা প্রয়োগ কংগ্রেস অন্য়ায় করেছে তাহলে যোগ্য জবাব দিন। বেছে বেছে ওদের সাফ করুন। ময়দান থেকে মুছে ফেলুন।' প্রধানমন্ত্রীর নিশানা, কংগ্রেসকে আসলে সব সময় 'জরুরি মানসকিতা' পোষণ করে। গণতন্ত্রে বিশ্বাস করে না। বলেন, 'আর সেই কারণে তাই তারা জনগণকে বিভিন্ন নির্দেশনার বিরুদ্ধে উস্কানি দিতে ব্যস্ত।'

    উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি-সহ একাধিক ইস্যু নিয়ে রবিবার দিল্লির রামলীলা ময়দানে সভা করেছিল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। 'লোকতন্ত্র বাঁচাও' সমাবেশের মঞ্চে ছিলেন একাধিক বিরোধী নেতানেত্রীরা। সেখান বক্তৃতা করতে গিয়ে রাহুল দাবি করেছিলেন, 'ইভিএম ছাড়া, ম্যাচ ফিক্সিং ছাড়া, সমাজমাধ্যম ছাড়া এবং গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি ছাড়া বিজেপির পক্ষে ১৮০টির বেশি আসন জেতা অসম্ভব। যদি বিজেপি এই নির্বাচনে জয়লাভ করে এবং তারপর সংবিধান পরিবর্তন করে, তাহলে গোটা দেশ আগুন জ্বলবে। আমার কথা মনে রাখবেন।' কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ম্যাচ ফিক্সিং' মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। সেই সঙ্গে রাহুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবিও জানিয়েছে তারা। পদ্মশিবিরের দাবি, এহেন মন্তব্য শুধু ভোটের আদর্শ আচরণ বিধি ভঙ্গ করে তাই নয়, তার প্রভাবও গুরুতর।

    রুদ্রপুরের জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আসন্ন নির্বাচনে দু'টি শিবির মুখোমুখি হচ্ছে। একদিকে, আমরা জনগণের মধ্যে সততা এবং স্বচ্ছতা নিয়ে আসছি। অন্যদিকে, দুর্নীতিবাজ এবং রাজবংশরা দল বেঁধেছে। এই দুর্নীতিবাজরা মোদীকে গালিগালাজ এবং হুমকি দিচ্ছে। আমরা বলছি, 'দুর্নীতি দূর করুন', তারা বলছে, ' দুর্নীতিবাজদের বাঁচান' সংযোজন মোদীর।
  • Link to this news (এই সময়)