• নিচু জাত হয়ে জলের বালতিতে হাত! 'অপরাধে' দলিত শিশুকে নির্মম প্রহার
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • তার 'অপরাধ' ছিল উচ্চ বর্ণের মানুষদের এক বালতি জল স্পর্শ করার। সেই 'অপরাধের' চূড়ান্ত 'শাস্তি' পেতে হত তাকে। রাজস্থানের আলওয়ারে নির্মম ঘটনা। আলওয়ার জেলার আট বছরের এক দলিত শিশুকে নির্মম ভাবে মারধরের অভিযোগ উচ্চ বর্ণের ব্যক্তির বিরুদ্ধে। এক বালতি জল স্পর্শ করার অপরাধে উচ্চ বর্ণের ব্যক্তি ওই শিশুকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, শিশুটির বাবা ও পরিবারের সদস্যদের জাত নিয়ে গালিগালাজও করে অভিযুক্ত। নির্যাতিত শিশুর পরিবারের সদস্য়রা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।৩১ মার্চ সকালের ঘটনা। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের সরকারি বিদ্য়ালয়ের সামনে বসানো টিউবেল থেকে জল পান করতে যায় চতুর্থ শ্রেণির ওই শিশুটি। সেই সময় 'ভুল' বশত এক বালতি জল স্পর্শ করায় বেধড়ক মারধর করা হয় তাকে। নির্যাতিত শিশুটির বাবা সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'স্কুলের সামনে একটি হাত টিউবেল রয়েছে। সেখান থেকে গ্রামের বাসিন্দারা পানের জল সংগ্রহ করেন। আমার ছেলে জল পান করার সময় সেখানে রাখা একটি বালতি সরিয়ে দেয়। ওখানেই দাঁড়িয়ে ছিল উচ্চ বর্ণের এক ব্যক্তি। বালতিটি ছুঁতেই ছেলেকে মারধর ওই ব্য়ক্তি। মারধরে গুরুতর চোট পায় ছেলে। ছেলের চিৎকারের আওয়াজ পেয়েই সেখানে ছুটে আসেন আমার এক আত্মীয়। তারপর ওই ব্যক্তির কবল থেকে ছেলেকে উদ্ধার করেন। আমার ওই আত্মীয়ই আমায় ছেলেকে মারধরের খবর দেয়।'

    নির্যাতিত শিশুর বাবার আরও দাবি, অভিযুক্তর বাড়ি গিয়ে তাকে ক্ষমা চাওয়ার কথা বললে ক্ষমা চাওয়া তো দূর উল্টে গালিগালাজ করতে থাকে সে। জাত তুলে কটূ কথা বলে বলে অভিযোগ। এমনকী হুমকিও দেওয়া হয় তাঁদের। শিশুর বাবা জানিয়েছেন, স্কুলে যেতে ভয় পাচ্ছে ছেলে। তাঁর কথায়, 'এখনও ছেলে ভয়ে ঠকঠক করে কাঁপছে। সব সময় ওর মনে হচ্ছে আবার স্কুলে গেলে কেউ ওকে মারধর করবে।' শিশুর বাবা বিচার চেয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।

    এই বিষয়ে এসসি/এসটি আইনের অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সার্কেল ইন্সপেক্টর সওয়াই সিং জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। তিনি বলেন, 'অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।' উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এরকই এক জঘন্য অপরাধের ঘটনা সামনে এসেছিল। সেবার মধ্যপ্রদেশে সেখানে এক দলিত যুবকের গোটা শরীরে মানুষের মলমূ্ত্র মাখানোর অভিযোগ ওঠে। অপর জাতের ব্যক্তিকে ভুল করে ছুঁয়ে ফেলায় এই 'শাস্তি' দেওয়া হয় তাঁকে। দলিত যুবক পুলিশে অভিযোগ করলে আটক করা হয় অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।
  • Link to this news (এই সময়)