• সভার সূচি কাটছাঁট, জলপাইগুড়ির বিপর্যস্ত এলাকায় সময় দেওয়ার সম্ভাবনা মোদীর
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কোচবিহারে সভা করার কথা রয়েছে তাঁর। এরপরেই রবিবার জলপাইগুড়ি এবং বালুরঘাটে সভা করার কথা থাকলেও ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়িতে বাড়তি নজর দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে রবিবার বালুরঘাটের সভা বাতিল হতে পারে বলেও জানা যাচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের আসছেন তিনি। ওইদিন কোচবিহার কেন্দ্রের প্রচারের জন্য যাবেন তিনি। এরপর তাঁর সভা করার কথা ছিল রবিবার বালুরঘাটে। এই সভা করার পর তাঁর যাওয়ার কথা ছিল জলপাইগুড়িতে। তবে, জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে।

    জানা গিয়েছে, রবিবার বালুরঘাটে সভা না হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে রবিবার দিন তিনি সরাসরি যাবেন জলপাইগুড়িতে। সেখানে, বিধ্বস্ত জলপাইগুড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন তিনি। জেলার বিজেপি নেতাদের সঙ্গে তিনি জলপাইগুড়ির অবস্থা নিয়ে একপ্রস্থ বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের মুখে জলপাইগুড়ি আসনটির উপর বাড়তি নজর দিতে তৎপর রাজ্য বিজেপি।

    জলপাইগুড়িতে বিপর্যয়ের পর গতকালই সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের গিয়ে আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। এমনকি তিনি জানান, ‘চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা পরিস্থিতি মোকাবিলা করতে খুবই ভাল কাজ করেছেন।’

    Jalpaiguri Storm: ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি, রাতেই পৌঁছলেন মমতা

    জলপাইগুড়ি বিপর্যয়ের খবর পাওয়ার পরেই নরেন্দ্র মোদী টুইট করে জানান, ‘জলপাইগুড়ি নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলার নির্দেশ দিয়েছি। আমি বাংলার সকল বিজেপি কর্মীদের অনুরোধ করব এই বির্পযয়ের সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করুন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকুন।’ তাঁর নির্দেশের পরেই বিজেপির একাধিক নেতৃত্বে পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি যান।

    তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি পরিবর্তনের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, ধূপগুড়ি এবং ময়ানগুড়ির মাঝে ময়নাতেলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার কথা রয়েছে। তাঁর সভা হওয়ার কথা দুপুর দুটোর সময়। এই সূচি পরিবর্তন হলে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে সেটা জানিয়ে দেওয়া হবে।
  • Link to this news (এই সময়)