• Lok Sabha Election 2024: ভোটার কার্ড হারিয়ে গেলে কী ভাবে ভোট দেবেন? জানুন কমিশনের নিয়ম
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। এবারও ২০১৯ সালের মতো ভোট হবে সাত দফায়। ১ জুন মিটবে। ওই দিন শেষ দফায় ভোট। ভোট যতই এগিয়ে আসতে থাকে ততই নানা প্রশ্ন মাথাচাড়া দেয়। ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে নেট মাধ্যমে সার্চ করে আম জনতা। ভোট দিতে গেলে কী কী নিয়ে যেতে হবে, ভোটার কার্ড ছাড়া আর কোন কোন পরিচয় পত্রের প্রমাণ হিসেবে নিয়ে আপনি ভোট দেওয়ার অনুমতি পাবেন সেই বিষয়ে অনেক সময়ই স্বচ্ছ ধারণা থাকে না। এই প্রতিদেন স্পষ্ট হবে সেই বিষয়গুলি।নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোট দানের জন্য প্ররিচিত প্রমাণের ক্ষেত্রে যে কোনও একটি অনুমোদিত নথি/ পরিচয়পত্র সঙ্গে রাখুন

    ভোটারদের সচিত্র পরিচয়পত্র (এপিক)আধার কার্ডপ্যান কার্ডচাকরির পরিচয়পত্রশারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের বিশেষ পরিচয় পত্র (UDID)ফোটো সহ ব্যাঙ্ক / ডাকঘরের পাসবইস্বাস্থ্যবিমার স্মার্টকার্ড (শ্রম মন্ত্রক)ড্রাইভিং লাইসেন্সপাসপোর্টএন পি আর-এর অধীনে আর জি আই প্রদত্ত স্মার্টকার্ডপেনশনের নথিসাংসদ/ বিধায়ক/ পুরসভার কাউন্সিলরদের প্রদত্ত সরকারি পরিচয়পত্রএম এন আর ই জি এ-জব কার্ড

    Voter ID Correction: ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন কী করে? জেনে নিন

    অর্থাৎ এই পরিচয় পত্রের মধ্যে যে কোনও একটি সঙ্গে থাকলেই ভোট দিতে যেতে পারবেন আপনি। আপনার যদি ভোটার কার্ড হারিয়েও যায় তবে আপনি ভোটার আইডি কার্ডের পরিবর্তে এই নথির মধ্য়ে যে কোনও একটি দেখাতে পারেন। তবে ভোট দিতে যাওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। ভোটার তালিকায় আপনার নাম থাকলে আপনি ভোটার আইডি কার্ডের বিকল্প হিসেবে এই নথিগুলির মধ্যে যে কোনও একটি ব্য়বহার করতে পারবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন রয়েছে। কবে কোথায় ভোট দেখে নিন এক ঝলকে।

    কবে ভোটকোন দফায় ভোটকোথায় ভোট১৯ এপ্রিলপ্রথম দফাকোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা আসনে ভোট রয়েছে২৬ এপ্রিলদ্বিতীয় দফারায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা আসনে ভোট রয়েছে৭ মেতৃতীয় দফামালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ভোট রয়েছে১৩ মেচতুর্থ দফাবহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর২০ মেপঞ্চম দফাশ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ লোকসভা আসনে২৫ মেষষ্ঠ দফাপুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল১ জুনসপ্তম দফাদমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর
  • Link to this news (এই সময়)