IPS বদলি নিয়ে সরব মুখ্যমন্ত্রী! ‘যত সরাবে, তত জিতব’, প্রতিবাদ স্ত্রী লাভলির
এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
সকালেই তাঁর স্বামী তথা কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নির্দেশিকায় জানায়, তাঁকে ওই পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী তথা বিধায়িকা লাভলি মৈত্র।লাভলি এদিন বলেন, ‘নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে।’ তার স্বামীকে যতবার সরাবে, আমরা ততবার জিতব বলে দাবি লাভলীর। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ লাভলীর। বিধায়িকা বলেন, ‘তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে।’ পুরো বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন লাভলি।
রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নাম্বার ওয়ার্ডের সুভাসগ্রাম এলাকায় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে মিছিল করেন তিনি। উপস্থিত ছিলেন সায়নী ঘোষও। সেখান থেকেই এই বিষয়টি নিয়ে লাভলি বলেন, এর আগে বিধানসভা নির্বাচনের সময় সরিয়ে দেওয়া হয়েছিল। তখন কী ফলাফল হয়েছিল, মানুষ দেখেছিল। এবারের লোকসভা নির্বাচনের সময়ও সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাংলার মানুষ আগামী ৪ তারিখ এর জবাব দেবে।’
আইপিএসকে বদলির নোটিশ
আইপিএসকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি জলপাইগুড়িতে রয়েছেন। সেখান থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। মমতা বলেন, ‘কারও স্ত্রী বিধায়ক হলে তাঁকে সরিয়ে দিতে হবে, এটা কোথায় লেখা আছে। এ আবার কেমন কথা।’ মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে নিয়ে কোনও কথা বলব না। তবে ইডি, সিবিআই যা করছে, বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেও তো অনেক কেস, কোন কেস নেই। কতজনকে সরানো হয়েছে?’
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায়কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছিল। আসন লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে। তাঁর পরিবর্তে তিনজন যোগ্য অফিসারের নাম রাজ্যকে পাঠানোর কথা বলতে বলা হয়েছে।