• Sayani Ghosh: রোদে পুড়লেও ছাতা নেবেন না সায়নী, মাথায় ঘোমটাতেই কাজ চালাবেন! কেন জানেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
  • Sayani Ghosh-Lok Sabha Election 2024:

    জমে উঠেছে লোকসভার লড়াই। দিকে-দিকে প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। এদিকে, সূর্যের গনগনে তেজে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লেই আগুনে পরিস্থিতি তৈরি হয়েছে! তবে মঙ্গলবার এই প্রখর রোদ গায়ে চড়িয়েই নির্বাচনী প্রচার সারতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (Sayani Ghosh)। মঙ্গলবার বারুইপুরে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রখর রোদেও তাঁর ছাতা না নেওয়ার কারণ জানালেন সায়নী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)