দু’জন দুজনকে চেনেন কয়েক দশক ধরে। উভয়ই উত্তর কলকাতার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাগোয়া বৌবাজারের বাসিন্দা। তাপস রায় ও বিশ্বরূপ দে। বৌবাজার অঞ্চলে কংগ্রেসী রাজনীতি করেই দাপুটে নেতা তাপস। বর্তমানে তিনি তৃণমূল ঘুরে বিজেপিতে। কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন তিনি। আর বিশ্বরূপ, ক্রিকেট সংগঠনের লোক। ২০২১য়ের পুর নির্বাচনে ঘাস-ফুল প্রতীকে জিতেছেন ৪৮ নম্বর ওয়ার্ড থেকে। একই দলে থাকাকালীন গত কয়েক বছরে হাতে হাত ধরে তাপস-বিশ্বরূপকে কাজে ঝাঁপাতে দেখা গিয়েছিল। এখনও দু’জনের সম্পর্কও ভাল বলেই খবর। কিন্তু, মঙ্গলবার বৌবাজারের রামকানাই অধিকারী লেনের ভাঙা বাড়ির সামনে দেখা গেল এক বিপরীত চিত্র।