Sandeshkhali: ‘দ্বিতীয় সন্দেশখালি’ হতে যাচ্ছে বাংলার এই এলাকা? একাংশের TMC নেতার বিরুদ্ধে বিদ্রোহের আগুন!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
Sandeshkhali-Minakhan:
সন্দেশখালির (Sandeshkhali) মতোই জমি হাঙরদের গ্রাসে মিনাখাঁও (Minakhan)? সন্দেশখালির পার্শ্ববর্তী এই এলাকাটিতেও এবার বিক্ষোভ-প্রতিবাদ দানা বাঁধছে। পাশের সন্দেশখালিতে শাহাজান-রাজের অবসান হতে দেখেই, প্রতিবাদে সুর চড়াচ্ছে উত্তর ২৪ পরগনার এই প্রান্তও। দিনের পর দিন ধরে এলাকায় কার্যত ‘লুঠতরাজ-দাদাগিরি’ চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতা ও তার সাঙ্গো-পাঙ্গোরা, এমনই অভিযোগে বিক্ষোভের আগুন জ্বলছে মিনাখাঁতেও।