• Election Commission: তৃণমূলের তারকা বিধায়কের IPS স্বামীর বিরুদ্ধে ফের কড়া নির্দেশ কমিশনের, মুখ খুললেন মমতা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
  • IPS Soumya Roy Has Been Removed From Election Process:

    একুশের বিধানসভা পর চব্বিশের লোকসভা, আরও একবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের আইপিএস স্বামীকে পদ থেকে সরাল নির্বাচন কমিশন। লাভলীর স্বামী সৌম্য রায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার নির্বাচনী আধিকারিককে লেখা নির্দেশে কমিশন জানিয়েছে যে, কলকাতা পুলিশের ডিসি পদ থেকে সৌম্যকে বদলি করা হচ্ছে। পুলিশের যে পদে বহাল হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না তেমন পদে সৌম্য রায়কে নিয়োগ করতে হবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)