• Hardik Pandya-Mumbai Indians: মুম্বই ড্রেসিংরুমে একঘরে হার্দিক, রাজস্থান ম্যাচ হারতেই বড় আপডেট এল সামনে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
  • Mumbai Indians in 2014 IPL:

    গুজরাট ছেড়ে এবছর মুম্বই ইন্ডিয়ান্সে আসার সময়ই সতীর্থদের বিরোধিতার মুখে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বইয়ে আইপিএল চলাকালীন পরপর তিনটি ম্যাচে হারের পর দেখা গেল, হার্দিক আরও একা হয়ে গিয়েছেন। আর, সেই দৃশ্য স্পষ্ট ধরা পড়ল রাজস্থান রয়্যালসের কাছে মুম্বই ধরাশায়ী হওয়ার পর। দেখা গেল, হার্দিক একা ডাগ আউটে বসে আছেন। বাকি খেলোয়াড়রা মাঠ ছাড়ছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)