দলের একের পর এক ম্যাচে হার। তা নিয়ে আগেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের রোষের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। এবার হার্দিকের সমালোচকদের তালিকায় নতুন করে ঢুকে পড়লেন জাতীয় দলের প্রাক্তন তারকা ইরফান পাঠান। তিনি জানিয়েছেন, রোহিত-সূর্য-ঈশানরা অধিনায়ক হিসেবে হার্দিককে মোটেও সম্মান করবে না। কারণ, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিক কিছু করে দেখাতে পারেননি।