বস হিসেবে অধস্তন রূপে শুধু একজন ‘ইয়েসম্যান’কে চাই। ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন মানসিকতায় ২০২৪ সালের আইপিএলে গোড়া থেকে মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এমআই দলের মালিক অম্বানিদের কটাক্ষ করে এবার এমন ভয়ংকর অভিযোগ করলেন পাকিস্তান ক্রিকেটের এক প্রাক্তন অধিনায়ক।