Katchatheevu: ভারতীয় দ্বীপ কাচাথিভু, হঠাৎ কেন শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়েছিল?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
An Indian Island went to Sri Lanka:
সময়টা ১৯৭৪ সাল। প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। সেই সময় ভারতীয় প্রশাসন এক দ্বিপাক্ষিক আইন মেনে কাচাথিভু দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল। পরবর্তীতে ১৯৮৩ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে, এই দ্বীপ ভারতীয় তামিল জেলেদের মাথাব্যথার কারণ। শ্রীলঙ্কার নৌবাহিনী এই দ্বীপের আশপাশে গেলেও ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার করে জেলে পুরে দেয়। তাঁদের ট্রলার ভাঙচুর করে। মাছ ধরার জাল ছিঁড়ে দেয়। ব্যাপক মারধর করে। বছরের পর বছর ধরে এমনটা চলছে। হামেশাই অভিযোগ ওঠে, শ্রীলঙ্কার জেলে ভারতীয় মৎস্যজীবীরা করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন।