• হারের হ্যাটট্রিকের পর সমর্থকদের উদ্দেশে কী বার্তা দিলেন হার্দিক' ...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিক। এবারের আইপিএলে একমাত্র দল হিসেবে এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হিসেবে তারকাখচিত ফ্র্যাঞ্চাইজিতে ফেরার পর থেকে ভাড়ার শূন্য। গুজরাটের বিরুদ্ধে ব্যাট হাতে শুরুটা ভাল করলেও সেটা বড় রানে কনভার্ট করতে পারেনি। শুরুতে টানা তিন ম্যাচ হারের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি অনুপ্রেরণা জাগানো বার্তা পোস্ট করেন হার্দিক। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের নেতা লেখেন, "এই দল সম্বন্ধে যদি একটা জিনিস জানার থাকে, তাহলে জেনে রাখুন যে আমরা কোনওদিন হারি না। আমরা লড়াই চালিয়ে যাব। এগিয়ে যাব।" মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কে যারা আশা ছেড়ে দিয়েছিল, তাঁদের জন্য এটা বড় বার্তা। মুম্বইয়ের নেতা দাবি করেন, তিনি আউট হওয়ার পর ম্যাচের রাশ পুরোপুরি রাজস্থানের হাতে চলে যায়। হার্দিক বলেন, "আমাদের যেভাবে শুরু করা উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি। আমি কাউন্টার অ্যাটাক করতে চেয়েছিলাম। আমরা ১৫০-১৬০ রান তুলতেই পারতাম। কিন্তু আমার উইকেট ওদের ম্যাচে ফিরতে সাহায্য করে। এরকম পিচ আমরা আশা করিনি। তবে ব্যাটার হিসেবে আমাদের সবসময় ভাল পিচ আশা করা যাবে না। সবসময় সঠিক কাজ করা যায় না। আমার বিশ্বাস আমাদের আরও ভাল খেলার ক্ষমতা আছে। তবে আমাদের আরও শৃঙ্খলাপরায়ণ হতে হবে এবং সাহস দেখতে হবে।" রবিবার দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের। 
  • Link to this news (আজকাল)