• টি-২০ বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস, বড় ধাক্কা ইংল্যান্ডের ...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। টি -২০ বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস। আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এর আগে আইপিএল থেকেও নাম তুলে নেন স্টোকস। বিশ্বকাপ শেষে টেস্ট ক্রিকেটে ফিরতে চান তিনি। অলরাউন্ডার হিসেবে পুরোদমে প্রত্যাবর্তন করতে চান স্টোকস। সেই কারণেই এই আত্মত্যাগের সিদ্বান্ত নেন। এমনই দাবি ইংলিশ অলরাউন্ডারের। বেন স্টোকস বলেন, "একজন অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের প্রত্যেক ফরম্যাটে ফেরা আমার লক্ষ্য। বোলার হিসেবে নিজের ফিটনেস বাড়াতে চাই। আইপিএল এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আমাকে ভবিষ্যতে অলরাউন্ডার হিসেবে ফিরতে সাহায্য করবে।" আইপিএল থেকে সরে যাওয়ার পর ভাবা হয়েছিল, টি-২০ বিশ্বকাপ খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে সবাই অবাক। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন স্টোকস। সেখানেই তিনি বুঝতে পারেন, এখনও বল করার জন্য পুরোদমে তৈরি নয় তিনি। টেস্টে নামার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহ্যামের হয়ে খেলবেন স্টোকস। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এমসিজিতে পাকিস্তানের বিরুদ্ধে স্টোকসের ব্যাট থেকেই উইনিং রান আসে। এবার তাঁকে ছাড়াই খেলতে হবে ইংল্যান্ডকে। ২০২২ বিশ্বকাপের পর মাত্র দুটো টি-২০ ম্যাচ খেলেন স্টোকস। দুটোই আইপিএলে। ২০২২ সালে একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর, অবসর ভেঙে গতবছর বিশ্বকাপ খেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। তারপরই হাঁটুতে অস্ত্রোপচার হয় তাঁর। ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচে মাত্র পাঁচ ওভার বল করেন স্টোকস। 
  • Link to this news (আজকাল)