• ওয়াটগঞ্জে উদ্ধার মহিলার মুন্ডু-হাত, পুলিশ বলছে, 'কিছু দেহাংশ এখনও মিসিং'
    আজ তক | ০৩ এপ্রিল ২০২৪
  • কলকাতার ওয়াটগঞ্জ এলাকা থেকে উদ্ধার মহিলার টুকরো করা দেহ। মঙ্গলবার শহরের এক পরিত্যক্ত বাড়ি থেকে কালো প্লাস্টিকে মোড়ানো দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, একাধিক দেহাংশ এখনও পাওয়া যায়নি। 

    ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনে এই পরিত্যক্ত বাড়ি। বহুদিন কেউ থাকে না। পাঁচিল দিয়ে ঘেরা। সেখানে কেউ প্রবেশও করে না। সেই বাড়িতেই মঙ্গলবার কয়েকটা কালো প্লাস্টিক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার থেকে কটূ গন্ধও বের হচ্ছিল। তাতেই সন্দেহ হয় তাঁদের। খবর দেন পুলিশে। 

    পুলিশ গিয়ে প্যাকেট খুলতেই তাতে মহিলার শরীরের দেহাংশ বেরিয়ে আসে। পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা ঘটনাস্থলে হাজির হয়। 

    এখনও পর্যন্ত এই দেহাংশের পিছনে কোনও সূত্র মেলেনি। তবে দ্রুত তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। পোড়ো বাড়ির আশেপাশের বাড়ি-রাস্তায় কোথায়-কোথায় সিসিটিভি আছে, তার খোঁজ চলছে। এর পাশাপাশি ডগ স্কোয়াডও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। 

    খুন করে এনে দেহ ফেলা হয়েছে, নাকি পরিত্যক্ত বাড়িতেই খুন? এই নিয়ে উঠছে প্রশ্ন। তবে এখনও সেই বিষয়ে উত্তর দিতে নারাজ তদন্তকারীরা। প্রাথমিক তদন্তের পরেই সে বিষয়ে জানা যাবে। আপাতত মহিলার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। মহিলার কাটা মাথা পাওয়া গিয়েছে। তদন্তকারীরা বলছেন, বয়স আনুমানিক ৩০-৩৫ হবে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। 

    মঙ্গলবারের ঘটনায় দিল্লির শ্রদ্ধা ওয়ালকার কেসের ছায়া দেখছেন অনেকে। দিল্লির সেই ঘটনায় লিভ-ইন পার্টনারের হাতে খুন হয়েছিলেন শ্রদ্ধা। তারপর দেহ টুকরো-টুকরো করে প্যাকেটে ভরে রাখা হয়েছিল। সেই প্যাকেট বিভিন্ন জায়গায় ফেলে আসতেন অভিযুক্ত। ঘটনার নৃশংসতায় চমকে উঠেছিল দেশ। 
  • Link to this news (আজ তক)