• ছত্তীসগঢ়ে যৌথ বাহিনীর অভিযানে খতম ৯ মাওবাদী! উদ্ধার প্রচুর অস্ত্র
    ২৪ ঘন্টা | ০৩ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শিয়রে লোকসভা ভোট। ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই। নিহত ৯ মাওবাদী! উদ্ধার হল মেশিন গান, গ্রেনেড লঞ্চার-সহ প্রচুর অস্ত্র। ঘটনাস্থল, বিজাপুর জেলা।

    ঘটনাটি ঠিক কী? বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে জড়ো হয়েছিল মাওবাদীরা। সেই খবর পৌঁছয় পুলিসের কাছে। ঘড়িতে তখন ৬টা। আজ, মঙ্গলবার সকালে লেন্দ্রা গ্রামে যৌথবাহিনী। দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই।বিপদ বুঝে প্রথমে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির ল়ড়াই। এরপর শান্ত হয়ে যায় এলাকা। মাওবাদীদের দিকে গুলি না চলায় যখন এগোতে শুরু করে যৌথবাহিনী, তখনই উদ্ধার হয় ৯ মাওবাদীর দেহ। সঙ্গে  মেশিন গান, গ্রেনেড লঞ্চার-সহ প্রচুর অস্ত্রও। শেষ খবর অনুযায়ী, এলাকায় তল্লাশি অভিযান চলছে এখনও।ছত্তীসগঢ়ের বস্তার এলাকা এই বিজাপুর একসময়ে মাওবাদী 'গড়' হিসেবে পরিচিত ছিল। গত বুধবার বিজাপুরেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়  ২ মহিলা ক্যাডার-সহ ৬ মাওবাদী। সেবার বাসাগুদা থানা এলাকার অন্তর্গত চিপুরভাট্টি গ্রামের অভিযানে চালিয়েছিল যৌথবাহিনী। মাওবাদীদের  সঙ্গে সংঘর্ষ হয় তালপেরু নদীর তীরে। 
  • Link to this news (২৪ ঘন্টা)