বাসুদেব চট্টোপাধ্যায়: ফের দুর্ঘটনা কয়লা খনিতে! মৃত্যু হল ২ ঠিকা শ্রমিকের। কীভাবে দুর্ঘটনা? তদন্ত কমিটি গঠন করল ECL কর্তৃপক্ষ। ঘটনাস্থল, সেই আসানসোল।
ঘটনাটি ঠিক কী? এশিয়ার গভীরতম। আসানসোলের চিনাকুড়ি ২ নম্বর খনিতে নালার ডুলিটি বিকল হয়ে গিয়েছিল। এদিন সেই ডুলির যন্ত্রাংশ মেরামতি কাজ করছিলেন ৫ জন শ্রমিকরা। তখনই ডুলির দড়িতে ছিঁড়ে যায়! একজন প্রায় দু'হাজার ফুট নিচে পড়ে যান। অপর জন আটকে ছিলেন ডুলির ভিতরেই। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যিনি খাদে পড়ে গিয়েছিলেন, প্রায় ঘণ্টা দুয়েক পর তাঁর দেহ উদ্ধার হয়। কেন বারবার দুর্ঘটনা? খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন পুলিস। ময়নাতদন্তের পর দেহ আটকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন কোলিয়ারির শ্রমিকরা।