• ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, ভোটারদের জন্য বড় ঘোষণা কমিশনের...
    ২৪ ঘন্টা | ০৩ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা। সর্বস্ত হারিয়ে এখন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ভোটার কার্ড-সহ বিভিন্ন সরকারি নথিও উধাও! ভোট দেবেন কী করে? নির্বাচন কমিশনের ঘোষণা, জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি ও ঝড় কবলিত এলাকায় ভোটার স্লিপ দেখিয়েই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন স্থানীয় বাসিন্দারা।

    আর বেশি দেরি নেই। ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। জোরকদমে প্রচারে নেমে পড়েছিলেন সবদলের প্রার্থীরা। আগামীকাল, বুধবার উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তারমধ্যেই ঘটল বিপত্তি। চৈত্রের শেষে ভয়ঙ্কর কালীবৈশাখী। ঘড়িতে তখন ৩টে। রবিবার দুপুরে আচমকাই কালো মেঘে ঢেকে যায় জলপাইগুড়ির আকাশ। শুরু হয় ঝড়। সঙ্গে শিলাবৃষ্টি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ। এমনকী, রক্ষা পায়নি বাড়িও। জেলা প্রশাসন সূত্রে খবর, গাছ ভেঙে পড়ে বহু বাড়ি, টোটো ও মোটর সাইকেলের ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ জন। জখম কমপক্ষে ৬০ জন। একই অবস্থা আলিপুরদুয়ার ও কোচবিহারেরও।দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে এখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। রবিবার রাতে কলকাতা থেকে জলপাইগুড়ি পৌঁছন তিনি। কথা বলেন দুর্গতদের সঙ্গে। এরপর সোমবার  আলিপুরদুয়ারের একটি ত্রাণশিবির করেন মমতা। বলেন, 'এখন যেহেতু আদর্শ নির্বাচন বিধি লাগু আছে, কিন্তু বিপর্যয় আপদকালীন পরিস্থিতি। বিপর্যয় হচ্ছে ব্যতিক্রম। প্রশাসন প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সবরকম সাহায্য় করতে পারে। আমি প্রশাসনকে বলব, সমীক্ষা করে দেখুন এবং নিজের মতো করুন। অনুরোধ থাকবে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য'।
  • Link to this news (২৪ ঘন্টা)