আইপিএল শেষ হলেই কলকাতায় শুরু বেঙ্গল প্রো টি-২০ লিগ
আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি-২০ লিগ। আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পরে শুরু হবে বিপিএল। মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সব ফ্র্যাঞ্চাইজির দুটো করে দল থাকবে। একটি ছেলেদের, একটি মেয়েদের। ছেলেদের সঙ্গে একই সময় চলবে মেয়েদের বেঙ্গল প্রো টি-২০ লিগ। পুরুষদের বিভাগে মোট ১৩৬ জন প্লেয়ার খেলবে। মেয়েদের বিভাগে ১২৮ জন অংশ নেবে। ছেলেরা খেলবে ইডেনে, মেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। দিনে দুটো করে ম্যাচ হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বা জেলার নামে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামকরণ করা হবে। আইপিএলের নিয়ম মেনেই হবে এই টুর্নামেন্ট। লিগ এবং নক আউট ফরম্যাটে খেলা হবে। ছেলে এবং মেয়েদের বিভাগে মোট ৩১টি করে ম্যাচ খেলা হবে। লিগ চলবে ২১ দিন ধরে। উভয় দলেই কোনও বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবে। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না। কোনও দল চাইলে বিদেশ মেন্টর নিতে পারে। প্রত্যেক দল লটারির মাধ্যমে নির্বাচিত হবে। দল বাছবে নির্বাচকরা। ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার বাছা হবে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ দেখেই বেঙ্গল প্রো টি-২০ লিগ আয়োজন করতে অনুপ্রাণিত হয় সিএবি কর্তারা। এই টুর্নামেন্ট দেখতে আসার জন্য আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে আমন্ত্রণ জানানো হবে। জুনের মাঝামাঝি বর্ষা ঢুকে পড়বে বঙ্গে। একই সঙ্গে চলবে ক্লাব ক্রিকেট। তারমধ্যেই কেন এই টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেন কর্তারা? সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, "আমরা অনেকদিন ধরেই এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন করতে চাইছি। বিদেশে এবং দেশের বিভিন্ন লিগ খতিয়ে দেখার পর আমরা বেঙ্গল প্রো টি-২০ লিগ আয়োজনের জন্য তৈরি। আমরা বিসিসিআইয়ের অনুমতি পেয়ে গিয়েছি। লিগের ব্লু প্রিন্ট তৈরি। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা তুলে আনাই আমাদের লক্ষ্য। আমরা এই টুর্নামেন্ট আয়োজনের জন্য শুধুমাত্র এই উইন্ডো পেয়েছি। তাই বৃষ্টি হলেও আমাদের কিছু করার ছিল না।" বাংলার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ সফলভাবে আয়োজন করার বিষয়ে আশাবাদী সিএবি কর্তারা।