• West Bengal Summer : বুধে পশ্চিম মেদিনীপুর সহ ৫ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, কবে স্বস্তির বৃষ্টি?
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। পাঁচ জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। উত্তরবঙ্গে হতে পারে ঝড়-বৃষ্টি। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে। সঙ্গে থাকবে গরমও। দিনের তাপমাত্রা বাড়তে পারে শহর কলকাতায়। বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত নেই। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। দিনভর গরম এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে কয়েকটি জেলায়। এই জেলাগুলি হল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান।

    শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বেশ কিছু জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টিপাত চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালিম্পং এবং জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

    এক নজরে অন্যান্য রাজ্যের আবহাওয়া

    আগামী কয়েকদিন একাধিক রাজ্য, যেমন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচলপ্রদেশ এবং অসমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের শুরুতেই ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা।
  • Link to this news (এই সময়)