• Manmohan Singh Retires : সংসদীয় রাজনীতিকে বিদায়, মনমোহন সিংয়ের অবসরে আবেগঘন চিঠি খাড়গের
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • যুগের অবসান। রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে আবেগঘন চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জু ন খাড়গে। তিনি বলেন, 'মনমোহন সিংয়ের অবসরের সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান ঘটল।' তিনি সকলের কাছে হিরো হয়েই থাকবেন বলে উল্লেখ করেছেন মল্লিকার্জুন খাড়গে।মনমোহন সিংকে লেখা চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করেন, 'সক্রিয় রাজনীতি থেকে আপনি অবসর নিচ্ছেন ঠিকই, তবে আমি আশাবাদী আপনি জ্ঞানের শিখা প্রজ্জ্বলিত করে রাখবেন। দেশের মানুষকে নৈতিকতার যে পাঠ আপনি শিখিয়েছেন তা চিরকাল থেকে যাবে। আপনার সুস্থ, শান্তিপূর্ণ জীবন কামনা করি।'

    বুধবার, ৩ এপ্রিল ৩৩ বছরের সংসদীয় যাত্রা শেষ করবেন মনমোহন সিং। এ প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'বর্তমানের যে নেতারা আপনার কর্মকাণ্ড নিয়ে কাটাছেঁড়া করেন তাঁরা পক্ষপাতিত্বের জেরে আপনাকে ক্রেডিট দিতে চায় না। আপনার মতো ভক্তি এবং জীবন উৎসর্গ করার মনোভাব নিয়ে আর কেউ রাষ্ট্র চালাতে পারবে না। আপনি দেশ এবং দেশের মানুষের জন্য যা করেছেন, তা ছোঁয়ার সাধ্যি কারও নেই। মধ্যবিত্ত এবং যুব সম্প্রদায়ের কাছে আপনি সর্বদাই একজন হিরো হয়ে থাকবেন। শিল্পপতি এবং উদ্যোগপতিদের কাছে আপনি অনুপ্রেরণা। গরিব মানুষের কাছে আপনি হিতজন। আপনার নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তের কারণেই দারিদ্রতা ঘুচেছে অসংখ্য মানুষের ঘরে। একাধারে বড় শিল্পপতি, যুব উদ্যোগপতি, ছোট ব্যবসায়ীদের সাহায্য করেছে আপনার অর্থনৈতিক পলিসিগুলি। চাকরিজীবী এবং গরিবদের পাশেও দাঁড়িয়েছেন আপনি। দারিদ্রতা মুছে দেশ তৈরির কারিগর হয়ে উঠতে পারেন গরিব মানুষরাও। এটিও দেখিয়েছে আপনার শাসনকাল। ২৭ কোটি গরিব মানুষকে দারিদ্রতার কবল থেকে বের করে এনেছেন আপনিই। মনমোহন সিং সরকারের আমলেই ১০০ দিনের কাজের প্রকল্প শুরু হয়েছিল।'

    মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, 'প্রধানমন্ত্রীর দফতরে যে শান্ত স্বভাবের, দৃঢ় মানসিকতার মানুষটিকে দেখা যেত, দেশ তাঁকে মিস করে। এবার সংসদেও আপনাকে মিস করা হবে। আপনার জ্ঞানের সম্ভার এবং অভিজ্ঞতা সর্বদা মনে রাখা হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে মিথ্যা এবং বড় বড় ভাষণের রাজনীতির বাজারে আপনার মতো মৃদুভাষী, দৃঢ়চেতা এবং গাম্ভীর্যপূর্ণ স্বভাবের সাংসদের অভাব বোধ করব আমরা।' স্মৃতিচারণ করে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'নোটবন্দি নিয়ে সংসদে আপনার ভাষণ আমার মনে পড়ছে। আপনি এই নোটবন্দির সিদ্ধান্তকে মনুমেন্টাল ম্যানেজমেন্ট ফেলিওর বলে উল্লেখ করেছিলেন। আইনসিদ্ধ সংগঠিত লুট বলেও জানিয়েছিলেন এই নোটবন্দির সিদ্ধান্তকে। যা পরবর্তীতে বাস্তবে পরিণত হয়েছে। ব্যক্তি আক্রমণ না করেও যে সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করা যায় তা আপনিই দেখিয়েছিলেন। খুব শীঘ্রই দেশের মানুষ আপনার কথাগুলির মর্ম বুঝতে পারবে। আপনার ক্যাবিনেটের সদস্য থাকতে পেরে আমি গর্বিত। শারীরিক অসুস্থতা সত্ত্বেও আপনি সর্বদা দলের জন্য সময় বের করেছেন। দল আপনার প্রতি চিরকৃতজ্ঞ।'
  • Link to this news (এই সময়)