চলতি বছরের প্রথম দিনেই বালুরঘাট রেল স্টেশন থেকে পথচলা শুরু হয়েছে বালুরঘাট - শিয়ালদা নয়া ট্রেনের। নতুন সেই ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন রেলমন্ত্রী। আর বালুরঘাট থেকে সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করতে দেখা গিয়েছিল সুকান্ত মজুমদারকে। নতুন সেই ট্রেন পেয়ে খুশির হাওয়া বয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের মধ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন নতুন ট্রেন বালুরঘাটের মধ্যে সুকান্তর জনপ্রিয়তা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। আর এবার সুকান্তর মনোনয়নেও সেই 'ট্রেন'ই ভরসাএই নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে ফের একবার সুকান্ত মজুমদারকে টিকিট দিয়েছে বিজেপি। আজ বুধবার মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সেই পর্ব ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়েছে সাজো সাজো রব। এই উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ এক 'ট্রেন'। দলীয় সূত্রে খবর, ট্রাক্টর ও ট্রলিকে রেলের ইঞ্জিন এবং বগি বানিয়ে তা সামনে রেখে পুরো শহরে র্যালি করে মনোনয়ন জমা দেবেন সুকান্ত। মনোনয়নের ব়্যালিতে প্রায় শতাধিক ঢাক সহ ৩০ হাজার কর্মী, সমর্থক থাকবেন বলেও বিজেপি সূত্রে খবর। এছাড়া বিজেপির রাজ্য সভাপতির মনোনয়নে একঝাঁক হেভিওয়েট নেতা নেত্রীও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
বালুরঘাটের মঙ্গলপুরে কর্মীদের জমায়েত করে তারপর সারা শহর ঘুরে দুপুরে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেবেন সুকান্ত মজুমদার। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী একটি বেসরকারি সংবাদমাধ্যমে বলেন, 'বিপ্লব মিত্র এমনভাবে মনোনয়ন জমা দিলেন কেউ জানতে পারল না, মনোনয়ন জমা কাকে বলে আমরা দেখিয়ে দেব। পুরো শহরের মানুষ তাকিয়ে থাকবে। রেলের প্রতিকৃতি বানানো হয়েছে। সেটা মনোনয়নের দিন থাকবে।' একইসঙ্গে, সুকান্ত জেলায় রেলের উন্নয়ন কতটা কাজ করেছেন, বিভিন্ন এলাকায় ঘুরে তা নিয়ে প্রচার করা হবে বলেও জানান হয়েছে।
যদিও বিজেপিকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি শিবিরকে পালটা কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের অভিযোগ, 'জেলার প্রথম ট্রেন গৌড় এক্সপ্রেস বন্ধ করেছেন সুকান্ত, রেল ছাড়া জেলার জন্য কিছুই করেননি। জেলাবাসী সেটা ভালো করেই জানে।' প্রসঙ্গত, বালুরঘাট হাইস্কুল মাঠে কয়েক দিন ধরে ওই 'ট্রেন' তৈরির কাজ চলছে। একটি ট্রাক্টরের ইঞ্জিনকে সাজিয়ে রেলের ইঞ্জিনের রূপ দেওয়া হয়েছে হয়েছে। অন্যদিকে দু'টি ট্রলিকে রেলের বগির আকারে সাজানো হয়েছে। একটি বগির নাম দেওয়া হয়েছে বালুরঘাট - শিয়ালদহ এক্সপ্রেস এবং অপরটির নাম বালুরঘাট - দিল্লি এক্সপ্রেস।