বিশ্বের দরবারে আবারও ভারতের জয়জয়কার। বিজয়ধ্বজা উড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস। রটনেষ্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল ও মালোকাই চ্যানেল জয়ের ইতিহাস সৃষ্টিয় পর মঙ্গলবার সায়নী সপ্তসিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন। তারই ফলশ্রুতিতে বাংলার মেয়ে সায়নী আজ বিশ্ববন্দিতা। তাই তাঁর এই সাফল্যে খুশি গোটা বাংলা। একই ভাবে উল্লশিত সায়নীর বাবা-মা এবং শুভানুধ্যায়ীরা।