Exclusive: ভোট আসে ভোট যায়, হাল ফেরে না বিশ্বের অন্যতম ক্ষুদ্র এই জনজাতির, আক্ষেপ ‘পদ্মশ্রী’র
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
Lok Sabha Elections 2024:
২০১৯ সালে লোকসভা নির্বাচন, তারপর ২০২১-এ বিধানসভা নির্বাচন, টোটোদের উন্নয়নের সামগ্রিক যা পরিস্থিতি ২০২৪-এ তার তেমন কোনও হেরফের হয়নি। বরং পড়াশোনা জানা ছেলেরা বাইরে চলে যাচ্ছে শ্রমিকের কাজ করতে। কর্মসংস্থানের দাবি নিয়ে এখনও সোচ্চার বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম জনসংখ্যার জনজাতি। টোটো ভাষার নয়া হরফ আবিস্কার করে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ধনীরাম টোটো। তিনিও সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সংরক্ষণের দাবি জানিয়েছেন।