• ভোটের মুখে অভিজিৎকে Y+ নিরাপত্তা কেন্দ্রের, এক ধাপ বাড়িয়ে Z ক্যাটাগরি অর্জুনকেও
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে অর্জুন সিং ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এছাড় কোচবিহার জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার এক্সিকিউটিভ সদস্য তাপস দাসকেও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা। এক্ষেত্রে প্রাক্তন বিচারপতিকে ওয়াই প্লাস ক্যাটাগরি ও অর্জুন সিংকে ডেজ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।প্রসঙ্গত, গত মার্চ মাসেই বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী ধাপে ধাপে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া এবং পরে বিজেপিতে যোগদান করেন তিনি। বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। ওই কেন্দ্রে বিপক্ষে তৃণমূলের তরফে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। আর বামেদের তরফে দাঁড়িয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

    এদিকে আবার তৃণমূলে ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া তথা গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংও। অর্জুনকে ব্যারাকপুর আসন থেকেই টিকিট দিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনের আগেও টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। এরপর ব্যারাকপুর থেকেই তাঁকে টিকিট দেয় বিজেপি। নির্বাচনে লড়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে দিতে সংসদে পা রাখেন অর্জুন। তবে মাঝে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। ফলে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে দেখা যার তাঁকে। তারপর থেকে তৃণমূলেই ছিলেন। তবে ব্রিগেডে জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণার সময় দেখা যায় ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে টিকিট দেয় তৃণমূল। এরপরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অর্জুনের।

    টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন অর্জুন সিং। তাঁর 'বিশ্বাসভঙ্গ' করা হয়েছে বলে অভিযোগ করেন অর্জুন। একইসঙ্গে তৃণমূলে ফিরে তাঁর দেড় বছর নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অর্জুন যে সময় এই ধরনের মন্তব্য করছিলেন, সেই সময় থেকেই জল্পনা শুরু হয়, তবে কি ফের বিজেপিতেই প্রত্যাবর্তন করবেন অর্জুন? বাস্তবেও তেমনটাই দেখা গেল। কয়েকদিন আগেই ফের ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে এলেন অর্জুন সিং। আর এবার তাঁকে নিরাপত্তাও দিল কেন্দ্র।

    এদিকে আবার কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহারের বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাসকে 'এক্স' ক্যাটেগরির নিরাপত্তা প্রদান হচ্ছে বলেও জানিয়েছে একটি সংবাদ সংস্থা।
  • Link to this news (এই সময়)