ক্যানসারে আক্রান্ত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। বুধবার তিনি নিজের মারণ রোগের কথা প্রকাশ্যে আনলেন। একইসঙ্গে তাঁর ঘোষণা, লোকসভা ভোটে অংশ নিতে পারবেন না।বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন সুশীল মোদী। তিনি লেখেন, 'আমার মনে হয়, সময় এসে গিয়েছে মানুষকে জানানোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছি। দেশের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং নিবেদিত প্রাণ থাকব। বিহার এবং ভারতীয় জনতা পার্টির প্রতিও আমি কৃতজ্ঞ।'
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিহারে রাজ্যসভা নির্বাচনের জন্য BJP প্রার্থী ঘোষণা করার পর সেই তালিকায় ছিল না সুশীল মোদীর নাম। তখন থেকেই নানা জল্পনা রটেছিল বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে নিয়ে। বিহারে গত তিন দশক ধরে BJP-র পোস্টার বয় হিসেবেই পরিচিত সুশীল মোদী। সে ক্ষেত্রে প্রার্থীতালিকায় তাঁর নাম না থাকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অবশেষে জানা গেল কারণটা। গত ছয় মাস ধরে তিনি মারণ রোগে আক্রান্ত। ফলে নির্বাচনে লড়তে পারবেন না বলে জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। সুশীল মোদীর কথায়, 'গত ছয় মাস ধরে ক্যানসারে ভুগছি। লোকসভা ভোটে লড়তে পারব না।'
এক সিনিয়র BJP নেতার বক্তব্য, 'তাঁর জন্য এবার একমাত্র পুনর্বাসন হতে পারে রাজ্যপালের পদ।' ১১ বছর ধরে JDU-র সুপ্রিমো নীতীশ কুমারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। নীতীশ-সুশীল জুটির চর্চা রাজনৈতিক মহলের সর্বত্রই। বিহার রাজনীতির বড় নাম তিনি। ফলে লোকসভা ভোটে তাঁর অনুপস্থিতি প্রভাব ফেলবে বলেই মনে করছে দলের একাংশ।