রাম নবমীর সময় তিনদিন পর পর রামলালাকে ২৪ ঘণ্টা জাগিয়ে রাখা নিয়ে আপত্তি তুললেন সন্তরা। তাঁদের বক্তব্য, কোনও পুজোর ক্ষেত্রেই এমন পরম্পরা নেই। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রাম নবমীতে পর পর তিনদিন ২৪ ঘণ্টা রাম মন্দির খোলা রাখা হবে কি না, তা নিয়ে এখনও আলোচনা চলছে।৩ দিন ২৪ ঘণ্টা ভক্তদের দর্শন দেবেন রামলালা?আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাম নবমীর মেলা। এই সময় ৫০ লাখেরও বেশি পুণ্যার্থী অযোধ্যায় পৌঁছবেন বলে মনে করা হচ্ছে। ভিড়ের কথা মাথায় রেখে, সকলকে রামলালার দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য তিনদিন ২৪ ঘণ্টা রাম মন্দির খোলা রাখার চিন্তাভাবনা ছিল কর্তৃপক্ষের। বর্তমানে রাম মন্দির ১৪ ঘণ্টা করে খোলা থাকে। প্রতিদিন দেড় থেকে দু'লাখ ভক্ত রামলালার দর্শনে পৌঁছন। জেলা প্রশাসন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে অষ্টমী, নবমী এবং দশমী তিথিতে রাম মন্দির ২৪ ঘণ্টা খোলা রাখার আর্জি জানিয়েছে। তবে ট্রাস্টের বক্তব্য, সাধু সন্তদের থেকে এ প্রসঙ্গে মতামত নিয়ে তবেই রাম মন্দির টানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জানা গিয়েছে, টানা তিনদিন ২৪ ঘণ্টা রামলালাকে জাগিয়ে রাখা নিয়ে আপত্তি তুলেছেন সন্তরা।
তীব্র আপত্তি সন্তদেরসাধু সন্তদের বক্তব্য, রামলালাকে সঠিক সময় শয়ণ করতে না দেওয়া শাস্ত্র সম্মত নয়। ট্রাস্টের মহাসচিব চম্পত রাই বলেন, 'রামলালা অযোধ্যার রাম মন্দিরে পাঁচ বছরের বালকরূপে বিরাজমান। তাঁর ২৪ ঘণ্টা জেগে থাকা সম্ভব নয়। তবে আদৌ রাম নবমীর সময় ভক্তদের তিনি ২৪ ঘণ্টা করে টানা তিনদিন জেগে দর্শন দেবেন কি না, তা নিয়ে চূড়ান্ত নির্ণয় নেওয়া হয়নি।'
রামলালাকে জাগিয়ে রাখার আবেদনঅযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে এ বছর প্রথম রাম নবমী। রামের জন্মোৎসব উপলক্ষে রযূর পাড়ে সাজো সাজো রব। সেজে উঠছে অযোধ্যা নগরীও। রামলালার অভিষেকের পর থেকেই দেশ বিদেশ থেকে অযোধ্যামুখী হচ্ছেন রামভক্তরা। ১৭ এপ্রিল রাম নবমীর দিন ভিড় উপচে পড়ার সম্ভাবনা। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে রাম নবমী মেলা। যত দিন এগোবে , ততই বাড়বে জনজোয়ার, এমনটাই মনে করছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং অযোধ্যা প্রশাসনও। যেহেতু ভিড় বেশি হবে, তাই দর্শনের সময় বাড়ানোর আর্জি আসছে বিভিন্ন মহল থেকে। বিশেষত রাম নবমীর দিন সারাদিন অর্থাৎ ২৪ ঘণ্টাই মন্দির খোলা রাখার আবেদন করেছেন বহু ভক্ত। ওই সময় তিন দিন রামলালাকে ২৪ ঘণ্টাই জাগিয়ে রাখা হোক, আবেদন রাম ভক্তদের।